ঢাকাতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার যুবকের নাম মো. রায়হান মিয়া (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দক্ষিণ খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার পশ্চিম সাউথপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমামুন নূর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর কাফরুল থানায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি রায়হান মিয়াকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়।
ক্যাপ্টেন ইমামুন নূর জানান,পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।