ঠাকুরগাঁওয়ে রুপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উতসব পালন করা হয়েছে।এ উপলক্ষে রবিবার ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুতফর রহমান মিঠুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: পয়গাম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম সারোয়ার সম্রাট, রুপালি বাংলাদেশ এর ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, মো: রবিউল ইসলাম, তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন, নাহদ রেজা, মজিবর রহমান শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে রুপালী বাংলাদেশ পত্রিকার উত্তোরত্তর সাফল্য কামনা করা হয়। পরে প্রেসক্লাব হতে বের করা হয় একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।