ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী জনপ্রিয় রুহিয়া প্রগতি সংঘ ক্লাব। উত্তরবঙ্গে স্বনামধন্য এগিয়ে থাকা খেলার ফুটবল এই ক্লাবের রয়েছে অসংখ্য অর্জন। প্রতিটি কীর্তির স্মারক হিসেবে প্রচুর ট্রফিও জিতেছে এ ক্লাব। এসব ট্রফির অনেকগুলোই এখন তাদের সংরক্ষেণে রয়েছে।১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঠাকুরগাঁও প্রগতি সংঘ রুহিয়া ক্লাব স্বাধীনতার আগে থেকেই ক্রীড়াঙ্গনে সুপরিচিত নাম। স্বাধীনতার আগেই ক্লাবটি ফুটবল এবং ভলিবলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছিল। স্বাধীনতার পর ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলার পাশাপাশি বিভাগ চ্যাম্পিয়ন রয়েছে এই ক্লাব।১৯৮০-৯৫ সালে জেলা ফুটবলে অভিষেক অনেকবার চ্যাম্পিয়ন হয়েছিল এ ক্লাবটি ।
খেলার ট্রফিতে মধ্যে লুকিয়ে থাকে খেলোয়াড়, কোচ, সমর্থক ও জনগণের ভালোবাসা।
প্রগতির সংঘ ক্লাব খেলার অনেক পুরাতন ট্রফি চুরি হয়েছিল। চুরি হওয়া টফির মধ্যে কিছু ট্রফি খুঁজে পাওয়া গিয়েছিল এর মধ্যে কিছু ট্রফি রয়েছে এখন। ট্রফি হারিয়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ উঠে এসেছে ক্লাব-খেলোয়ারদের মুখে। সেগুলো হলো- ক্লাবে ট্রফি সংরক্ষণের সংস্কৃতি গড়ে সংস্কারের অভাব। ঐতিহ্যবাহী প্রগতি সংঘ ক্লাবে খেলায় অর্জিত চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ সর্বসাকুল্যে ট্রফির অনেকগুলো ।
রুহিয়া প্রগতির সংঘ ক্লাবের খেলোয়াড় মিলন চৌধুরী ও রুবেল বলেন, উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী প্রগতি সংঘ ক্লাবে পুরাতন ট্রফি সংরক্ষণ ক্লাবের রুমের সাজিয়ে রাখা রয়েছে।সেখানে সর্বোচ্চ পুরনো ট্রফির মধ্যে ১৯৭৫ থেকে ১৯৮০, ১৯৮৭, ১৯৯০ থেকে ১৯৯৮ সালে অনেক ট্রফি রয়েছে। বর্তমান তরুণদের খেলোয়ারদের অনেক ট্রফির সংগ্রহ রয়েছে ক্লাবে। এছাড়া ভলিবল ক্রিকেট অন্যান্য খেলা জাতীয় ট্রফি রয়েছে এই ক্লাবের ।