প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
ট্রাক থেকে চাঁদা আদায়কালে পৌর ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক
নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খানা খান মিল্কি (৩৫)-সহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল। আটককৃতরা হলেন- নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি এবং বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।
ট্রাকচালক মো. হোসেন আলী বলেন, রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় মঙ্গলবার ভোরবেলায় পৌঁছান। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে। বিষয়টি ফোনে পণ্যের মালিককে জানানোর পর সেনা সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন। নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.