শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮নভেম্বর) উপজেলার সদর বাজারের মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহরশি সাহিত্য পরিষদের সভাপতি ও জামাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হক শামীম এর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডাঃ আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ূন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহারশি সাহিত্য পরিষদের উপদেষ্টা শহিদুল ইসলাম, বাংলা একাডেমিক আজীবন সদস্য ও বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, জেলা আইনজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, রফিক মজিদ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল প্রেমিক ও প্রক্ষাত আবৃতিকার টিটু মুন্সি, কবি, উপস্থাপক ও আবৃতিকার হৃদয় লোহানী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ(রুবেল প্রাকৃতজন)।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন, নজরুল ইসলাম, আরিফ হাসান, মোস্তাফিজুল হক, রফিক মজিদ, হাদিউল ইসলাম, আশরাফ আলী চারু, মনিরুজ্জামান মুনির, আইযুব আকন্দ বিদ্যুৎ, জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিগণ একত্র হওয়ায় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বিকেল ৩টা থেকে শুরু করে অনুষ্ঠানটি চলমান ছিল রাত পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.