শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) নামে একজন নিহত ও মজনু মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। ২২ শে ডিসেম্বর (রবিবার) দুপুরে শেরপুর - ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহীর বাড়ি জামালপুর সদরে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়। এতে গুরুতর আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে। অপর আরেকজন মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থল থেকে ট্রলি চালক পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.