————-জীবনের কষ্ট কাকে বলে——————–
—————-সোহেল খান দূর্জয়———————–
এইতো যখন অস্তমিত সূর্য আমায় ডেকে বলে
জানো কি তুমি হারিয়ে যাওয়ার কষ্ট খানা কি
আমার বেদনার হাসি বুক চিরে বেড়িয়ে বলে
ওহে প্রিয় সূর্য তুমি কি জানো হারানোর বেদনা
তুমি কতটুকুই বা জানো মুছে যাওয়ার ক্ষরণ
বৃষ্টি যেমন মুছে দেয় সকালের ফেলে যাওয়া
অতীত জীবনের সকল ক্ষেত্রের পায়ের ছাপ
সকালের সেই জ্বলন্ত রোদ যেমন পুড়িয়ে দেয়
জীবনের প্রয়োজনে ভুলে ভরা সৃতির এই চাঁদর
ঠিক তেমনি করে বৃষ্টি রোদের ছেলে খেলায়
মুছে গেছে তোমার ফেলে আসার ছায়ার প্রতিচ্ছবি।
জীবনের মেঘ ডেকে কয় জানো কি বেদনার কি রং
ব্লটিং পেপারের মতো পাল্টাবো জীবনে শুষে শুষে
ঘন কালো পুঞ্জভিত জীবনের এক দলা কষ্ট যখন
জীবনের এই সফেদ ধারায় ভিজিয়ে দেয় ধরণীরে
কখনো কি চেয়ে দেখেছো এতে মেঘের কি হলো
সে কতো দীর্ঘ সময় যে অশ্রু বুকে ধারন করে ছিল
সেই এক নিমিষেই তা ঝরে যায় খাটি নির্জাস হয়ে
তাইতো বলি কষ্ট কাকে বলে জানতে যদি চাও
জীবনের প্রতিটি পাতায় বুজে নিও দেখে আমাকে
সত্যিই তো এই কষ্ট কাকে বলে জানতে যদি চাও
বুঝে নিও জীবনের চেয়েও বেশি দেখে আমাকে
আমি বললাম কাঁদতে পারিনা সইতেও তো পারিনা
কি এক জমাট ব্যথা হয়েছে আমার এই যে বুকে
সত্যিই তো এই কষ্ট কাকে বলে জানতে যদি চাও
জীবনের প্রয়োজনে তুমি বুঝে নিও দেখে আমাকে।
সত্যিই তো কতো ঝর বয়ে গেছে আমাকে ঘিরে
জীবনে ফেরারি হয়েছে এই সুখ আমাকে ছেড়ে
তাইতো বলি কতো ঝর বয়ে গেছে,আমাকে ঘিরে
সত্যিই তো ফেরারি হয়েছে সুখ আমাকে ছেড়ে
আমার স্বপ্ন হারা পাখি চোখে জমেছে হয়ে কালি
সত্যিই তো বড়ই অচেনা লাগে যে আজ নিজেকে
সত্যিই জীবনের কষ্ট কাকে বলে জানতে যদি চাও
জীবনের প্রয়োজনে বুঝে নিও দেখে এই আমাকে
সত্যিই আজকে বেদনার স্রোতে শুধু চলেছি ভেসে
আমাকে ফেরাতে কেউ আসেনি আমার এই পাসে
তাইতো আজকে বেদনার স্রোতে শুধু চলেছি ভেসে
আমাকে ফেরাতে এই জীবনে কেউ আসেনি পাসে
সত্যিই আজ মিথ্যে হয়ে গেছে এই সাধেরি জীবন
মিথ্যা কথায় তুমি করেছো একা এই যে আমাকে
তাইতো বলি কষ্ট কাকে বলে তুমি জানতে যদি চাও
জীবনের প্রয়োজনে নিজে বুঝে নিও দেখে আমাকে
তাই মনের কষ্টে কাঁদতে পারি না সইতে ও পারিনা
ভালোবাসার কি এক জমাট ব্যথা আমার এই বুকে
তাইতো বলি কষ্ট কাকে বলে জানতেও যদি চাও
তোমার জীবনের সবখানে বুঝে নিও দেখে আমাকে