লক্ষ্মীপুর আলিয়া মাদরাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের ড. রেজাউল করিম বলেন, জালেমের বিদায় হলেও জুলুম থেকে সমাজের মানুষের মুক্তি হয়নি। নতুন উদ্যেমে সমাজে আবার চাঁদাবাজি, খুন-খারাবি, নারীদের অপমান ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা শুরু হয়েছে। আওয়ামী লীগ কখনো হিন্দুদের নামে, কখনো রিকশাওয়ালা, কখনো আনসারের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
রোববার সকালে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম। এ অনুষ্ঠান আয়োজন করেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখা। ড. রেজাউল করিম বলেন, যে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করতো, এ পুতুল সরকারের বিদায়ের মধ্য দিয়ে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে। ভারত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে আঙ্গুল তুলে হুমকি দেয়। ড. রেজাউল করিম আরও বলেন, আজকে রাষ্ট্রে যে দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্ম হয়েছে এটি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অপমানজনক। ক্ষমতার জন্য শিশু-বৃদ্ধকে হত্যা, আলেম-ওলামাদের জবাই করাই ছিল আওয়ামী লীগের একমাত্র কাজ।
আজকের দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ আওয়ামী লীগ উল্লেখ করে ড. রেজাউল করিম বলেন, আজকে দেশের মানুষ খেটে খায়। বাজারে গেলেই দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি। অথচ আওয়ামী লীগ বিগত দিনে রাষ্ট্র থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ সময়ে তারা সাড়ে ১৬ হাজার সাধারণ মানুষ হত্যা করেছে। ফলে মানুষ খুন, রাহাজানি এগুলো ছিল আওয়ামী লীগের ক্ষমতায় মসনদে থাকার আয়োজন। দুর্নীতি তাদের অন্যতম বাসনা হিসেবে কাজ করেছে। আল্লাহর আইন তথা সৎ নেতৃত্ব দেশে প্রতিষ্ঠা হলেই উন্নত রাষ্ট্রগড়া সম্ভব।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা জহিরুল ইসলাম, শামছুল হুদা, আমির হোসেন, হেলাল উদ্দিন, শহীদ উল্লাহ সুমন, ফিরোজ আলম, নুরন্নবী ফারুক, জামাল উদ্দিন প্রমুখ।
বক্তব্য শেষে দুই শতাধিক অসহায় বৃদ্ধসহ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন ড. রেজাউল করিম।