চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সোমবার সকালে উপজেলা মিলনায়তনে চাটখিল উপজেলায় বন্যা পুনর্বাসন সংক্রান্ত সভা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জুনায়েদ আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আহসান উল্যাহ চৌধুরী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.আলী হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আমজাদ হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো.ছায়েদুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার জিএম শামছুজ্জোহা ও আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
এ সময় বন্যা পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সকলে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.