নোয়াখালীর চাটখিলে যুবদল নেতা ফজলুর রহমান মধু ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শামীমের মুক্তির দাবীতে গত কয়েকদিন থেকে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে চাটখিল উপজেলা বিএনপির অঙ্গসংগঠনগুলো। একই দাবিতে গতকাল শনিবার বিকেলে খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ও নাহারখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক মো: জাহিদ হোসাইন, নোয়াখলা ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজিদ, আমিশাপাড়া ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, খিলপাড়া ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, পলাশ ও শাহেদ, পরকোট ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর, রামনারায়নপুর ইউনিয়ন যুবদল নেতা মুন্না, নোয়াখোলা ইউনিয়ন যুবদল নেতা পলাশ, আমিশাপাড়া ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর। বক্তারা চাটখিল উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান মধু ও খিলপাড়া ইউপি যুবদল সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী শামীম এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি চেয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আর্কষণ করে একই সাথে নিঃর্শতে মুক্তি দাবী করেন ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.