নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন পেশাদার চোরসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই দলের সদস্যদের হেফাজত হতে চোরাইকৃত ১টি ৩২ ইঞ্চি Siko Smart LED TV উদ্ধার হয়।
শুক্রবার (১ নভেম্বর) চাটখিল থানা পুলিশ পৃথক অভিযানে ২ জন সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৫ জনকে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে, সিংবাহুড়া (আবদুল ব্যাপারী বাড়ী) এর মোঃ আবুল হোসেন ছেলে মোঃ লিমন হোসেন (২১), সিংবাহুড়া (আবদুল ব্যাপারী বাড়) এর মৃত আবদুর রহিমের ছেলে আবু বক্কর ছিদ্দিক (হেঞ্জু মিয়া), চাটখিল পৌরসভার দৌলতপুর (বড় বাড়ী) মোঃ দুলালের ছেলে আল মাহমুদ নাইম (২০)। উল্লেখিত আসামিরা দীর্ঘদিন যাবত এলাকায় চুরি সহ বিভিন্ন রকম অপরাধ করে আসছিল বলে জানায় ওসি। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে একটি এলইডি ৩২ ইঞ্চি টিভি উদ্ধার করা হয়। সিআর পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে, মোঃ হাসান মাহমুদ নিউটন, মোঃ ইব্রাহিম মিয়া। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে,ফরিদ হোসেন (২৬), সাদ্দাম হোসেন (২৮), সাইফুল ইসলাম টিপু (২৪), মোঃ নাজিম উদ্দিন (২২), মোঃ জনি (১৯)