নোয়াখালীর চাটখিলে সোমবাব (২৮ অক্টোবর) বিকেলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর ও নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, চাটখিল পৌরসভার আমির মাওলানা মো. আক্তার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সেক্রেটারি মাস্টার সাফায়াত হোসাইন, চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ন কবীর সুমন প্রমুখ। এছাড়াও ২০০৬ সালের ২৮ অক্টোবর আহত জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন বলেন, '২৮ অক্টোবর এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল শেখ হাসিনা। শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না। যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের সহযোগী অঙ্গসহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাসহ তার পরিবারকে, হাজারো খুনের দায়ে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।'
সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, 'আমরা খুনের বদলা খুন করবো না। আমরা প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই বদলা নিবো। এই জমিনকে আর ষড়যন্ত্রকারীদের হাতে বন্ধক দেওয়া যাবে না।'
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতী ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.