চাঁপাইনবাবগঞ্জে একটি স্কুলের ছাদ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পৌর এলাকার টাউন হাই স্কুলের ছাদ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দীন।
ওসি রইচ উদ্দীন বলেন,স্কুলের ছাদের উপর ককটেলগুলো দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা।পরে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরও বলেন,ধারনা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে কোন দুস্কৃতিকারিরা ককটেলগুলো মজুদ করে নিরপদস্থান ভেবে স্কুলের ছাদে রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। ককটেল উদ্ধারের বিষয়টি তদন্ত করে ককটেল মজুদকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।