বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল টহল পরিচলনা করার সময় দুপুর ১২টা ১০ মিনিটে সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট দিয়ে ৪ জন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি মোঃ নুহ নবী পিতা-মোঃ ফজলু, মোঃ সুমন পিতা-পারুল আলী, মোঃ এম পিতা-মোঃ আঃ মালেক সকলের গ্রাম-রাণীনগর হাটপাড়া এবং মোঃ সুজন শেখ পিতা-নুরুল ইসলাম, গ্রাম-সাহাপাড়া, উপরোক্ত সকলের পোষ্ট-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ
গতকাল বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। আটককৃত ব্যাক্তিদের তল্লাশী করে তাদের ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।