প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
চরপাথরঘাটায় অটোরিকশা গ্যারেজে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রাম কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় গ্যারেজে আগুনে পুড়েছে অটোরিকশা ও মোটরসাইকেল সহ ৩৪টি যানবাহন। পুড়ে গেছে পাশে থাকা একটি মুদি দোকানও। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ১ নম্বর ওয়ার্ড নুর নবী চেয়ারম্যান বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, ভোর রাতে গ্যারেজে আগুনের খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে স্থানীয় এমদাদ আলী সজল ও তানজুমান আরা তাসফিয়া দৈনিক অনন্ত বাংলাকে জানান নির্দিষ্ট সময়ে ফায়ার সার্ভিস না আসায় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.