বাংলাদেশ জামায়াতে ইসলামী চকোরিয়া উপজেলা শাখার উদোগে চকরিয়া কৌরক বিদ্যাপীঠ মাঠে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল পহেলা নভেম্বর রোজ জুমাবার সকাল ৮;৩০ মিনিটের সময়।
এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক সাতকানিয়া -লোহাগড়া আসনের সাংসদ সদস্য শাহজান চৌধুরী–বিশেষ অথিতির বক্তব্য রাখেন হোয়াইকং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী-কক্সবাজার শহর জামায়াতে আমীর সাবেক ছাত্র নেতা ও চকরিয়া পেকুয়া থেকে সংসদ সদস্য পদপার্থী আব্দুল(আল) ফারুক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব সহ জামায়াত শিবিরের বর্তমান সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।