কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ির বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম রবিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে। এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন বন বিভাগ, আইনশৃঙ্খলা, যৌথ বাহিনীর সদস্যরা।
এ সময় ৩টি করাত কলের মালিকদের কাছে বৈধ কাগজ পত্র চাইলে তার দেখাতে না পারায় করাতকল বিধিমালা -২০১২ এর সেকশন ৭(ক) অনুযায়ী সংরক্ষিত বনের ৩ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন অবৈধ হলেও ব্যবসায়ীরা করাতকল স্থাপন ও পরিচালনা করে আসছে। এসময় ৩ টি করাত কল উচ্ছেদের পাশাপাশি ৫০.০০ ঘনফুট বিবিধ কাঠ ও করাতকলের মেশিন ,অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়।
বন সম্পদ রক্ষা করার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।