চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ উদযাপন, উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার(০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে,
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুসাহাক আলী, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌর সচিব খায়রুল হক, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীব প্রমূখসহ।সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলার ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।