প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ
খুররম খান চৌধুরী কলেজে শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডির নতুন মনোনীত সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, কলেজের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য জননেতা নাসের খান চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যাপক মোঃ জিয়াউদ্দিন শাহীনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ এনামুল হক সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রবীণ বিএনপির নেতা মোঃ আব্দুল মান্নান (প্রধান শিক্ষক) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অধ্যাপক মোঃ আমিনুল হক ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম রতন, অধ্যক্ষ মোঃ মনজুরুল হক হাসান, বিএনপি নেতা মোঃ মাসুম খান ও গাংগাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সুধী সমাবেশে কলেজ গভর্নিং বডির সভাপতি নাসের খান চৌধুরীর কলেজে প্রথম আগমন উপলক্ষে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে বিপুল ভাবে বরন করে নেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসের খান চৌধুরী বলেন ২০১৭ সনের পর আজ আমি কলেজে প্রথম প্রবেশ করলাম। কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ছাত্র/ছাত্রী/অভিভাবক সবাই মিলে কলেজটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কলেজের অধ্যক্ষ নিয়োগ সহ অনার্স কোর্স চালু করুন, কল্যাণ ফান্ড গঠন সহ ক্রীড়া ও সংস্কৃতির মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুধী সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক পৌরসভা ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক আলম ফরাজী,এ,বি, সিদ্দিক খসরু, ইলিয়াস উদ্দিন ফকির রনজু , মজিবুর রহমান ফয়সাল, মোঃ মিন্টু মিয়া সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.