প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
খালিয়াজুরীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাবরের মুক্তির জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে কলেজ মাঠে রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাজীব হোসেন পলাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মো. এনামুল হক ছোটনের সভাপতিত্বে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই খালিয়াজুরী উপজেলা যুবদলের ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউসার রহমান সেকুল, এরশাদুল আলম শাহীন, নাজমুল হাসান নয়ন, উজ্জ্বল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাযহারুল ইসলাম পলিন, যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আহম্মদ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মান্নান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কাউসার আহম্মেদ, শাহনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুমন মিয়া, যুগ্ম-আহ্বায়ক আবু ছালেকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উক্ত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.