চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৫ হাজার কৃষকের মধ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গত রোববার সকালে লক্ষ্মীপুর জোনাল কোডেক-এর কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, কৃষিবিদ সোহেল মো. শামছুদ্দীন ফিরোজ।
সিনিয়র জোনাল ম্যানেজার (কোডেক) আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক (সদর) নুর মোহাম্মদ কামরুল আলম, কৃষি কর্মকর্তা মো. কাওছার উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কার্য নিবার্হী কমিটির সদস্য মো. রবিউল ইসলাম খাঁন প্রমুখ।
Corporate Social Responsibility (CSR) ফান্ডের মাধ্যমে কৃষকদের মধ্যে ৩০ হাজার প্যাকেট লাল শাক বীজ, ২৬ হাজার প্যাকেট মিষ্টি কুমড়া বীজ, ৩ হাজার প্যাকেট পালং শাক বীজ, ৪ হাজার প্যাকেট লাউ বীজ, ১শ' ২০ কেজি হাইব্রিড ধানের বীজ, সয়াবিন চাষের জন্য ১০ হাজার কেজি ডিএপি সার এ সময় বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.