উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে আজগত আলী বলেন ‘'ঘরে আমার বাবা মা স্ত্রী সন্তান সহ আমরা ৫ জন দুইটি কম্বল দিয়ে কস্ট হতো। এখন আরেকটা কম্বল পায়েছি। এখন শীতের মাঝে আরামে রাতে ঘুমাইতে পারব।'
উদ্যোক্তা গ্রুপের কম্বল উপহার পেয়ে কথাগুলো বলছিলেন আজগর আলী (৫৫)।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উদ্যোক্তা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধি।
বিতরণ কার্যক্রম শেষে উদ্যোক্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন হোসেন বলেন, উদ্যোক্তা গ্রুপ সামাজিক ব্যবসায় হিসেবে পরিচালিত হচ্ছে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.