লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলার পর বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়, অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি উত্তর–পশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ এবং তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০–এর ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। খবর ডয়চে ভেলে
এর আগে তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথা জানায় হিজবুল্লাহ। বিস্তারিত কোনো তথ্য না দিলেও তেল আবিবের কাছে কেসারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হিজবুল্লাহ। কেসারিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে।
এর আগে কেসারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.