রংপুরের (পীরগাছা-কাউনিয়া) আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা বলেছেন, তিনি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম ইমাম-মুয়াজ্জিনদের কিভাবে সরকারি বেতনভূক্ত করা যায়-সে বিষয়ে কথা বলবেন। কারণ অনেকে ইমাম-মুয়াজ্জিনদের বেতন ঠিকমতো দিতে চায় না। বুধবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমদেবু (আমডারা) যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তার বাবা রহিম উদ্দিন ভরসা তাদের নিয়ে রাজনীতি করতেন। তার বাবার পথ ধরেই তিনি এখন রাজনীতি করছেন। তিনি সংস্কার প্রার্থী হতে চান। তিনি জনগণের মাঝে বেঁচে থাকতে চান। তিনি আরও বলেন, আগে কেউ ঠিকমতো তাফসিরুল মাহফিল করতে পারে নাই। এখন রাত ১০-১১ বাজলেও কোন ভয় নেই। আজ আমরা স্বাধীন। খোলাকাশের নীচে বক্তব্য দিচ্ছি। এসময় তিনি আবু সাঈদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেন।
তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমাদ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.