1. admin@anantabangla.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; মেজর (অব.) হাফিজ  ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১ আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ছবি ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে ফসলের সাথে ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের এখনো কমিটিই হয়নি, কাজ শেষ নিয়ে শঙ্কা কৃষকদের  ধুনট প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটি গঠন নান্দাইলে পঙ্গু মামুন কে  হুইল চেয়ার প্রদান  লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

আশুলিয়ায় সরকারি জলাশয় থেকে মাছ চুরির চেষ্টার অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন শেখ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত
ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীরচট এলাকায় গাজির দরগারপাড় সরকারি পুকুর থেকে দুষ্কৃতকারীদের দ্বারা মাছ চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মীর বংশের মীর দেলোয়ার এক সংবাদ সম্মেলন এবং তার ছেলে সাহেদ মীর আশুলিয়া থানায় এক অভিযোগ দায়ের করে এসব দাবি করেন। দেলোয়ার বলেন, বিগত প্রায় ৪৫ বছর ধরে তাদের পরিবার এই সরকারি জলমহল টি (দরগারপাড় পুকুর) রক্ষণাবেক্ষণ করে আসছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দরগারপাড় পুকুরের  পাশে এক সংবাদ সম্মেলনে দেলোয়ার মীর বলেন, এই সরকারি পুকুরটি আমাদের পূর্বপুরুষরা রক্ষণাবেক্ষণ করে আসছে সেই সুত্রে এখন আমার পরিবার দেখাশোনা দায়িত্বে আছে। তিনি জানান,  আমার পরিবারের নিজস্ব অর্থায়নে এই পুকুরে মাছ ছাড়া হয় এবং সেই  মাছ অত্র এলাকার গরিব জনসাধারণ মাঝে বিতরণ করা হয় এবং কিছু মাছ বিক্রি করে লভ্যাংশ পুকুর পাড়ে একটি কবরস্থান (গাজির দরগা কবরস্থান) আছে সেটার রক্ষণাবেক্ষণসহ এবং স্থানীয় মসজিদ মাদ্রাসায় দান করা হয়।
এদিকে মাছ চুরির চেষ্টার অভিযোগে দেলোয়ার মীরের ছেলে সাহেদ মীর(২৮) একই এলাকার মোঃ আবজাল খান (৪৫) পিতা: জব্বার খান সহ অজ্ঞাত ১৫/২০ জনকে বিবাদী করে আশুলিয়া থানায় এক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,  উক্ত বিবাদী বিগত সরকারের সময়ে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এবং এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও লুটতরাজের সাথে জড়িত। বিবাদী তাহার সহযোগী অজ্ঞাতনামা ১৫/২০ জন  সহ গত ইং ১৭/১১/২০২৪ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় মাছ ধরার জাল এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বে-আইনী ভাবে দলবদ্ধ হয়ে অভিযোগকারী সাহেদ মীরের মাছ চাষের পুকুরের নিকট এসে জড়ো হয়। সে সময় সাহেদ মীরের পরিবার বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। অভিযোগকারী আশঙ্কা করেন, বিবাদীগন পরবর্তীতে সুযোগ বুঝে যেকোনো সময় পুকুর থেকে মাছ ধরে নিয়ে যেতে পারে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিবাদী ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক  শাহ জালালের  নিকট জানতে চাইলে তিনি জানান,  এ সংক্রান্ত একটি অভিযোগ আমি পেয়েছি। আমি উভয় পক্ষের সাথে কথা বলে সম্পুর্ন বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়ায় আছি। যেহেতু এখনো বিষয়টি তদন্তাধীন তাই এই মুহূর্তে কোন মন্তব্য করতে চাই না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK