প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় বুড়ির ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে এই ফুটবল খেলায় কাঠামারী উদ্দিপন যুব সংঘ বনাম বৈরাগী খালী তরুন স্মৃতিসংঘ এই দুই দলের প্রতিদ্বন্দ্বিত হয়।
এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, তিনি মাদক ছেড়ে খেলাধুলার দিকে অগ্রসর হতে সকল তরুণ যুব সমাজের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠ কে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। কৃষিবিদ শামিমুর রহমান শামীম আরো বলেন, আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে,এবং মোংলা রামপাল আমি মাদক মুক্ত রাখতে খেলাধুলাকে সর্বোচ্চ প্রাধান্য দিব রবিবার (২২শে ডিসেম্বর ) বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম রহমান শামীম এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন I
মোংলা থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ শেখ,বুড়িরডাংগা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, আল আমিন হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আব্দুর রাজ্জাক সাবেক কাউন্সিলর মোংলা পোর্ট পৌরসভা ৪নং ওয়ার্ড , মোহাম্মদ শাহ আলম সভাপতি আরাফাত রহমান কোকো ক্রিয়ার সংসদ মোংলা উপজেলা শাখা, মোল্লা মেহেদী হাসান সবুজ সাধারণ সম্পাদক মোংলা উপজেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম, যুবদল নেতা বাবুল হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মোংলা উপজেলা বিএনপি মোঃ জাহিদুর রহমান ,সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া ঐক্য পরিষদ বাগেরহাট জেলা শাখা কুদরতি ইলাহী , সরদার ওজিয়ার রহমান ,বিএনপি নেতা সুজ্জত আলী সহ-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.