--------------আমি এক বিশ্ব প্রেমিক--------------------
-----------------সোহেল খান দূর্জয়---------------------
আমার এই হৃদয় মাঝে কোনো কষ্টের প্রচ্ছদ নেই
তবুও দৈর্ঘ্য প্রস্থ বেড়ে যাচ্ছে আমার এই আকাশ
গভীর থেকে গভীরতর হচ্ছে এই প্রেমের ফুলঝুরি
তোমার জন্য এই সহজ হৃদয় সন্ত্রাসী হয়ে উঠলো
না না ওটা হতেই হবে তুমি যে আমার জীবনের গল্প
তাইতো এই সব ছলাকলার অজুহাত ঝেড়ে ফেলে
আমাকে উঠে দাঁড়াতে হবে প্রেমের চৌরাস্তার মোড়ে
মধ্য রাতের জ্যোৎস্নার মতো বেরিয়ে এসে বলবো
এই যে নাও তোমাকে দিলাম এইসব অক্ষরমালা
যা তো তুমি রেখে দিতে পারো তোমার এই আস্তিনে
একমাত্র একটা গভীর প্রেমের গল্পের আলিঙ্গনে
কিংবা তোমার মাথার এই যে বেলি ফুলের খোঁপায়
কিংবা তোমার আমার অজ্ঞাতনামা কোনো সন্ধ্যায়
যে সন্ধ্যা তোমাকে ভালোবেসে শিখিয়েছিল গল্প
আগুন আবিষ্কারের নেশা মানুষের মনে এসেছিল
হয়তো যখন সে ছিলো হাজারো স্বপ্নের এই গুহায়
তাইতো এবার আঁকতে চেয়েছিলো প্রকাণ্ড বাইসন।
মানবিক যোগাযোগ ব্যাকরণ সব নিয়ম শেষ করে
শুধুই জেনেছি ভালোবাসা যেখানে থমকে দাঁড়ায়
সেখানেই তোমার আমার ভালোবাসা অন্যান্য শুরু
তাই এই মন খুঁজে পায়নি উদারতার কোন ঠিকানা
ভালোবাসার জন্য একজন তো থাকতে হয় তাই না
যাকে কারণে অকারণে শুধুই জ্বালাতন করা যাবে
যার সাথে কথা বলতে কোনো কারণ লাগবে না
হাই বা হ্যালো বলে কুঁচকে যেতে হবে না লজ্জায়
সত্যিই তো এমন একজন তো সবার হৃদয়েই লাগে
যার সাথে মন চাইলেই ভালোবাসাঢ় ভেজা যাবে
ভাগ করা যাবে সাধের লাউ কিংবা সিগারেট টাও
এমন একজন তো ভালোবাসার জন্য থাকতেই হয়
যার সামনে বিনা বাঁধায় বইয়ে সবকিছু দেয়া যায়
আমার এই জীবনে বুকের মধ্যে জমে যাওয়া ঝড়।
সত্যিই যে আমি তোমার এমন বিশ্ব প্রেমিক একজন
এমন একজন তো লাগেই সকল মানুষের জীবনেই
ভালোবেসে যার হাতে হাত রাখতে নেই কোনো ভয়
যার পথে পথ চলতে কোনো কিছুর কারণ লাগে না
সত্যিই বুকের বামপাশ জুড়ে একজন তো লাগেই
যার জন্য প্রতি বর্ষায় মেলা বসে হৃদয়ের কদমের
তুমি তো না চাইতেও জোড় করে গুঁজে দেয়া বকুল
কিংবা হাঁটতে হাঁটতে পছন্দ হয়ে যাওয়া রেশমি চুড়ি
দেবার জন্য হলেও তো একজন মানুষ থাকা চাই
ভালোবেসে তোমাকে আমি খুব করে নিঃশ্বাস নিয়ে
সত্যিই ভালোবেসে আমায় তুমি ছেড়ে যাবে না তো
তাই বলছি বলার জন্য হলেও তো একজন লাগে।