ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি প্রতিরোধ কমিটি নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ রতনের সভাপতিত্বে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সীমা সরকার, তসলিম আহম্মেদ, অধ্যাপিকা সেলি সুলতানা রুমা, কামরুল হাসান জুয়েল প্রমুখ। এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।