কুষ্টিয়ার কুমারখালীতে বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় দিনটি উপলক্ষ্যে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়াস্থ তাঁর বাস্তুভিটায় দুই দিনব্যাপী গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চনাটক ও গ্রামীণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। গত বুধবার বিকেলে গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ও আলোচনা সভার মধ্যদিয়ে বার্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন আক্তার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। সভায় অমর সাহিত্যিকের সাহিত্যকর্মের উপর বিস্তারিত আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান।
আলোচনা সভা শেষে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে অনুষ্ঠিত হয় গাজী মিয়ার বস্তানী ও উদাসীন পথিকের মনের কথা অবলম্বনে “কারো কিছু বলার নেই” নাটক মঞ্চায়ন করে লাহিনীপাড়া বিজয় নাট্যগোষ্ঠী। বৃহস্পতিবার সমাপনী ও আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে মঞ্চায়িত হবে কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু অবলম্বণে কয়া বাঘা যতীন থিয়েটারের পরিবেশনায় নাটক “ফুরাত নতীর তীরে” মঞ্চায়িতের মধ্যদিয়ে মধ্যরাতে শেষ হবে দুই দিনব্যাপী জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা। এদিকে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নাগরদোলা সহ হরেক রকমের পন্যসামগ্রীর দোকান পাট বসেছে বাস্তুভিটার আশপাশের এলাকাজুড়ে। দুর – দুরান্ত থেকে ছুটে এসেছেন নানান শ্রেণি পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.